ডি রাজার সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়ালের, অর্ডিন্যাস ইস্যুতে চাইলেন সিপিআই-এর সমর্থন

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): দিল্লি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যাস ইস্যুতে এবার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই)-র সাধারণ সম্পাদক ডি রাজার সোজা সাক্ষাৎ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার দিল্লিতে ডি রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন কেজরিওয়াল। কেজরিওয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং, রাঘব চাড্ডা প্রমুখ।

আপ সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যাস ইস্যুতে সিপিআই-এর সমর্থন চেয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। ডি রাজাও সবুজ সঙ্কেত দিয়েছেন বলে জানা গিয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে আপ সূত্রের খবর। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যাস ইস্যুতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন নেতাদের সোজা কথা বলেছেন ও তাঁদের সমর্থন চেয়েছেন কেজরিওয়াল।