কোরবা, ১৪ জুন (হি. স.) : ছত্তিশগড়ের ওমপুর মহুয়ারি জঙ্গলে বুধবার এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। যুবককে খুন করে জঙ্গলে ফেলা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করছে।
মৃত ব্যক্তির নাম বসন্ত কুমার কোসলে, আমাদাহের বাসিন্দা । ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। । নিহতের পরিবারের সদস্যরা হত্যার আশঙ্কা প্রকাশ করেছেন। নিহতের গলায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে রাজগামার চৌকি থানা পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে ডগ স্কোয়াড ও ফরেনসিক দলকে ডাকা হয়েছে।