নির্বাচনে কমিশনের ১৪৪ ধারা প্রতিক্রিয়া দিলীপের

কলকাতা, ১২ জুন (হি স)। “পঞ্চায়েত নির্বাচনে কমিশনের ১৪৪ ধারা হয়তো আমাদের জন্যই করেছে।” এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সোমবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে দিলীপবাবু বলেন, দেখুন জারি করলে তো কেউ মানবে না। তৃণমূল কংগ্রেসের লোকেরাই ১৪৪ ধারা কিছু মানে না। পুলিশ নাই সিভিক পুলিশ লাঠি হাতে গরু তাড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের গায়ে হাত বোলাচ্ছে। বোঝাই যাচ্ছে সেটিং।

১৪৪ ধারা হয়তো আমাদের জন্যই করেছে। ওরা মারপিট করলে যাতে আমরা ঠেকাতে না পারি। বাইরের গন্ডগোল তো পুলিশ ঠেকাতে পারবেনা! পুলিশ চাইলে ওই এলাকায় কাউকে ঢুকতে দিতে না পারে। কেউ মানবে না ১৪৪ ধারা। আজ থেকে মনোনয়ন বেশি হবে, গন্ডগোলও বেশি হবে। তৃণমূল কংগ্রেস যদি চায় গন্ডগোল বন্ধ করতে কেন্দ্রীয় বাহিনী নিক। কেন্দ্রীয় বাহিনী থাকলে যেখানে গন্ডগোল হচ্ছে সব ঠান্ডা হয়ে যাবে।”