ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।।সাফল্য পেলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু অনুরাগ ভট্টাচার্য। আসরে অনূর্ধ্ব-১৫০০ রেটিং বিভাগে প্রথম স্থান পেলো অনুরাগ। বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত মানহাস কাসেল ১৬তম ফিডে রেটিং দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী অনূর্ধ্ব-২১০০ রেটিং ওই দাবার আসর শুরু হয়েছিলো ৯ জুন। তাতে ৮৩ জন দাবাড়ু অংশ নিয়েছিলো। এরমধ্যে ভারতীয় দাবাড়ুর সংখ্যা ছিলো ৯ জন। আসরে ৬ রাউন্ডে ৩ পয়েন্ট অর্জন করে অনুরাগ। দুটি ম্যাচে জয়, দুটি ম্যাচে পয়েন্ট ভাগ এবং দুটি ম্যাচে পরাজিত হয় অনুরাগ (১২০৮)। ফি ডে আরবিটর অনুপম ভট্টাচার্য-র একমাত্র ছেলে অনুরাগ প্রথম রাউন্ডে স্বাগতিক দেশের মনি মনিরুজ্জমানকে (১৭০৮) পরাজিত করার পর দ্বিতীয় রাউন্ডে ওই দেশেরই দিন মহম্মদকে (১৮১১) পরাজিত করে। তৃতীয় রাউন্ড বাংলাদেশের দেলওয়ার হুসেনের (১৯৩৩) পয়েন্ট ভাগ করার পর চতুর্থ রাউন্ডে হোচট খায় বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু সাজিদ সাকলেন মুস্তফার (১৯৪৩) বিরুদ্ধে। পঞ্চম রাউন্ডে বাংলাদেশের মহ: নাসিম হুসেন ভুইয়ানের (১৮৩৩) বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর ষষ্ঠ রাউন্ডে ভারতের দিয়া চৌধুরির (১৮০৫) কাছে হেরে যায় অনুরাগ। ৬ রাউন্ডে ৩ পয়েন্ট পেয়ে অনূর্ধ্ব-১৫০০ বিভাগে প্রথম স্থান দখল করে সে। সুবাদে প্রাইজমানি বাবদ পায় ২ হাজার টাকা। আসর থেকে ১১৩ রেটিং বাড়ায় মেট্রিক্স চেস আকাদেমির গর্ব ওই দাবাড়ুটি। দুরন্ত সাফল্যে অনুরাগকে অভিনন্দন জানিয়েছেন মেট্রিক্স চেস আকাদেমির কোচ প্রসেনজিৎ দত্ত এবং কিরীটী দত্ত।