মুম্বই, ১১ জুন (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। রবিবার কটাক্ষ করে সঞ্জয় রাউত বলেছেন, মাতোশ্রীর আধিপত্য এখনও অক্ষুণ্ন রয়েছে, এই ভীতি ভালো। সঞ্জয় রাউত বলেছেন, “নান্দেদে অমিত শাহের ২০ মিনিটের বক্তৃতায়, ৭ মিনিট তিনি শুধুমাত্র উদ্ধব ঠাকরেকে নিয়ে কথা বলেছিলেন, যার মানে মাতোশ্রীর আধিপত্য এখনও অক্ষুণ্ন রয়েছে।”
এরপর সঞ্জয় রাউত যোগ করেছেন, “শিবসেনা পার্টি ভেঙে দেওয়া হয়েছে এবং দেশদ্রোহীদের নাম এবং প্রতীক দেওয়া হয়েছে। এর পরেও ঠাকরে ও শিবসেনার প্রতি ভয় দৃশ্যমান। এই ভীতি সত্যি ভাল।”