ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হওয়ার সাথে বেড়েছে সুস্থতা, কমেছে সক্রিয় রোগীর সংখ্যা

আগরতলা, ৮ জুন (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হওয়ার সাথে সুস্থতার হার বৃদ্ধিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় মাত্র ২ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে, ছয় জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। দৈনিক সংক্রমণের হার ০.৩৬ শতাংশ। ফলে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৯।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৫ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৫৫১ জন মোট ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, ২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ০.৩৬ শতাংশ। এদিকে, ৬ জন সুস্থও হয়েছেন। ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৯ জন।
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮২৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭২৬৩ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০২ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৫ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় গোমতী জেলায় এবং ধলাই জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ছয় জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।