ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুন।।
পিছিয়ে পড়লো ত্রিপুরার দাবাড়ুরা। তবে যেভাবে ৬৪ ঘরে লড়াই করছেন ত্রিপুরার দাবাড়ু-রা তা প্রশংসার দাবি রাখে। দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতার দলগত বিভাগে। বৃহস্পতিবার আসরের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের খেলা হয়। বালক বিভাগে এদিন সকালে আই পি এস সি দলের বিরুদ্ধে ২.৫-১.৫ পয়েন্টে হেরে যায় ত্রিপুরা। ত্রিপুরার পক্ষে দিগন্ত রায় জয় পায় এবং অগ্রজিৎ পাল ড্র করে। বিকেলে পঞ্চম রাউন্ডে বিহারের বিরুদ্ধে ১.৫-২.৫ পয়েন্টে জয় পায় ত্রিপুরা। রাজ্যদলের পক্ষে দিগন্ত রায় এবং বিপ্রায়ন চৌধুরি জয় পেয়েছে। ড্র করেছে অগ্রজিৎ পাল। ৫ রাউন্ড শেষে বালক বিভাগে ত্রিপুরার পয়েন্ট সাড়ে ১২ পয়েন্ট। কিছুটা পিছিয়ে পড়লেও ১ নম্বর বোর্ডে পদক জয়ের সম্ভাবনা রয়েছে দিগন্ত-র। বালিকা বিভাগে এদিন সকালে অসমের বিরুদ্ধে ৩.৫-.৫ পয়েন্টে হেরে যায় ত্রিপুরা। রাজ্যদলের পক্ষে একমাত্র মুন চক্রবর্তী হাফ পয়েন্ট দখল করে। বিকেলে পঞ্চম রাউন্ডে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ২.৫-১.৫ পয়েন্টে হেরে যায় ত্রিপুরা। রাজ্যদলের পক্ষে মুন চক্রবর্তী জয় পায় এবং মেঘা রায় পয়েন্ট ভাগ করে। আজ সকালে আসরের শেষ রাউন্ডের খেলা হবে।

