আরিয়ানের মুক্তির বিনিময়ে শাহরুখের থেকে ২৫ কোটি দাবির মামলায় ওয়াংখেড়ের রক্ষাকবচ বাড়াল আদালত

মুম্বই, ৮ জুন (হি.স.) : আগামী ২৩ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে। বৃহস্পতিবার তাঁর অন্তর্বর্তী সুরক্ষাকবচের মেয়াদ ২৩ জুন পর্যন্ত বাড়িয়েছে বম্বে হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) যে মামলা করেছে, তার বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে আজ এই নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিচারপতি এএস গড়করি ও এসজি দিগের ডিভিশন বেঞ্চের সামনে মামলাটির শুনানি ছিল। সমীর ওয়াংখেড়ের আইনজীবী আবাদ পোন্ডা ডিভিশন বেঞ্চকে জানান, তাঁর মক্কেল তথা ভারতীয় রাজস্ব পরিষেবা (আইআরএস) অফিসার আদালতের নির্দেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর সামনে হাজির হচ্ছেন। এখনও পর্যন্ত ওয়াংখেড়ে সাতবার সিবিআই-র সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন বলে জানান তাঁর আইনজীবী।
সিবিআইয়ের আইনজীবী কুলদীপ পাতিলের যুক্তি ছিল, মামলার তদন্ত একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং আইআরএস অফিসার প্রসিডিং বাতিল করার যে আবেদন করেছেন, তা মেনে নেওয়া ঠিক হবে না ৷ ডিভিশন বেঞ্চ উভয় পক্ষের শুনানির পর আবেদনটি ২৩ জুন পরবর্তী শুনানির জন্য ধার্য করে এবং অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দেয়। আদালত তার রায়ে জানিয়েছে, “অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পরবর্তী তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *