আমবাসায় ক্রিকেট,  ‌তরূপের হাত ধরে জয়ী কুলাই স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুন।।

তরুপ দে-‌র অলরাউন্ড পারফরম্যান্স। প্রথমে ব্যাট হাতে ৩২ রান করার পর বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে কুলাই স্কুলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেয় তরূপ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। বৃহস্পতিবার কুলাই স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে কুলাই স্কুলের গড়া ১৫৪ রানের জবাবে আমবাসা ইংলিশ মিডিয়াম স্কুল মাত্র ৪৯ রান করতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কুলাই স্কুল ১৫৪ রান করে। দলের পক্ষে দিবাকর চক্রবর্তী ৫৪ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২, তরূপ দে ২০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে  ৩২, বিকাশ দেবনাথ ৮ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং শায়ন রুদ্র পাল ৩৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। আমবাসা ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে দেবাংশু দেব (‌৬/‌৪৩) এবং রাহেল দেববর্মা (‌২/‌৫৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে আমবাসা ইংলিশ মিডিয়াম স্কুল মাত্র ৪৯ রানে গুটিয়ে যায়। দল সর্বোচ্চ ২৫ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে ওম রাই ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ‌‌১২ রান করে। কুলাই স্কুলের পক্ষে দলনায়ক সাগর দেবনাথ (‌৫/‌২৪) এবং তরূপ দে (‌৪/‌১২) সফল বোলার।‌‌‌