বালেশ্বর, ৭ জুন (হি.স.): ওডিশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাস্থলে আবারও পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে গত শুক্রবার যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল, তার তদন্ত করছে সিবিআই। মঙ্গলবারের পর বুধবারও সিবিআই-এর অফিসাররা দুর্ঘটনাস্থলে যান। তদন্তের দ্বিতীয় দিনে সরেজমিনে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা।
এদিকে, ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে বুধবার কয়েকজন রেল কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই, দুর্ঘটনার দিন যে কয়েকজন রেলকর্মী কর্তব্যরত ছিলেন, তাঁদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের মতে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্তের সময় কর্মীদের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ কল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার পরীক্ষা করবেন। এছাড়াও, ভুবনেশ্বরের এইমস-এ চিকিৎসাধীন লোকো পাইলটকেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।