নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ টি এস আর ১৩নং ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয়টি অবস্থিত উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত সুভাষনগর গাওসভার আওতাধীন দাসপাড়া এলাকায়৷ প্রধান কার্যালয়ে রবিবার গভীর রাতে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মঘাতী হন রাইফেলম্যান শরৎ সিংহ৷ মৃত রাইফেলম্যানের বাড়ী কলকাতায়৷ অভিযোগ দীর্ঘ দিন ধরে জওয়ানদের ছুটি ছাটা নিয়ে কিছুটা অনিয়ম চলছিল ব্যাটেলিয়ানের সদর কার্যালয়ে৷ অ্যাসিস্ট্যান্ট কামাডেন্টের আচরণে অনেক জওয়ানের মধ্যে ছিল ক্ষোভ৷ আর এই নির্যাতন সহ্য করতে না পেরেই টি এস আর জওয়ান আত্মঘাতী হয়েছে বলে সুত্রের খবর৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ পুলিশ তদন্তক্রমে মৃতদেহটি সোমবার ভোরে নিয়ে আসে কাঞ্চনপুর হাসপাতালের মর্গে৷ তবে এখন পর্যন্ত এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আসল রহস্য প্রকাশ্যে আসেনি৷ ময়নাতদন্তের পরই সম্পূর্ণ তথ্য জানা যাবে৷
2023-06-05