স্কুল ফুটবলে ফের গোলের বন্যা ২২ গোলে জয়ী সেন্ট পলস্ও মূলপর্বে

সেন্ট পলস্ স্কুল -‌২২ 

বড়জলা স্কুল-‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।। আবারো গোলের বন্যা আন্ত: স্কুল ফুটবলে। সেই ২২ গোলের সমাহার। সুধন্ব্য দেববর্মা মেমোরিয়াল স্কুল এর ২২ গোলের রেকর্ড স্পর্শ করেছে সেন্ট পলস্ স্কুল। গোলের বণ্যায় ভাসছে উমাকান্ত মিনি স্টেডিয়াম। সেন্ট পলস্ স্কুলের ছেলেরা কার্যত দুমরে মুচরে দিয়েছে বড়জলা স্কুলের ফুটবল দলকে। গতি, দক্ষতা এবং শক্তি-‌ তিন বিভাগেই বড়জলা স্কুলের  কার্যত আনকোড়া ফুটবলারদের থেকে এগিয়ে ছিলো ‌সেন্ট পলস্ স্কুলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও। উমাকান্ত মিনি স্টেডিয়ামের অ্যাস্টোটার্ফে কার্যত দাঁড়াতেই পারেনি বড়জলা স্কুলের ফুটবলাররা। প্রায় ৩ বছর পর যে উদ্দেশ্য নিয়ে রাজ্য ফুটবল সংস্থা কাজল স্মৃতি আন্ত:‌ স্কুল ফুটবলের আসর করছে এর সুফল কিন্তু পেতে শুরু করে দিয়েছে। ‌সেন্ট পলস্ স্কুলেরও বেশ কয়েকজন ফুটবলার প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিনেও নজর কেড়ে নিয়েছে। চার দিন আগে সেন্ট পলস্ স্কুল ৮-০ গোলে সুখময় স্কুল দলকে পরাজিত করেছিল। এরমধ্যে উল্লেখযোগ্য হলো জুলিয়াস রিয়াং ও ব্রিলিয়ান্ট রিয়াং । জুলিয়াস হ্যাটট্রিকসহ ছয় গোল অর্থাৎ ডাবল হ্যাটট্রিক এবং ব্রিলিয়ান্ট হ্যাটট্রিক করে দর্শকদের নজর কেড়ে নিয়েছে। দুদিনের খেলা দেখে মনে হলো সঠিকভাবে তালিম পেলে আগামী দিনে তারা ভালো ফুটবলার হতে পারবে। এছাড়া ‌সেন্ট পলস্ তানসড়ায় রিয়াং, নাইস রাঙ্গা রিয়াং, হাস্মাইহা রিয়াং, মাইকেল ওচৈ, খাকচান দেববর্মা ও সন্দীপ দেববর্মা প্রত্যেকে দুটি করে গোল করে। তাছাড়া জসুয়া ডার্লং করে একটি গোল। বিজয়ী দল প্রথমার্ধেই ১৪-‌০ গোলে এগিয়ে ছিলো। খেলা পরিচালনা করেন রেফারি লাল রেম সিয়ানা, প্রিয়জিৎ দেবনাথ, রাজিব ত্রিপুরা ও বাপন দেবনাথ । আরও বড় ব্যবধানে এদিন জয় পেতে পারতো ‌সেন্ট পলস্ স্কুল । যদিনা বেশ কয়েকটি সুযোগ হেলায় নষ্ট না হতো। আগামীকাল আনন্দমার্গ স্কুল খেলবে হোলি ক্রস স্কুলের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল ৪ টায় শুরু হবে ম্যাচটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *