প্রধানমন্ত্রী মোদির নয় বছর পূর্তি, বনমালীপুর মহিলা মোর্চার নানা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ ’’নয় সাল বেমিসাল’’৷ মোদি সরকারের নয় বছর পূর্তিতে এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি৷ তারই অঙ্গ হিসেবে সোমবার ৯ বনমালিপুর মণ্ডল বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে অঙ্গনওয়ারীর পড়ুয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিলন উৎসবের আয়োজন করা হয়৷
রাম ঠাকুর সুকল সংলগ্ণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের মধ্যে বিসুকট ,  চকলেট এবং চারা গাছ বিতরণ করা হয়৷ উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র  সভাপতি রাজীব ভট্টাচার্য, মহিলা মোর্চা সভানেত্রী ঝর্না দেববর্মা ,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা৷ গত ৩০ মে মোদী সরকারের নয় বছর পূর্তি হয়েছে৷ এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে৷ মহিলা মোর্চার ৫ টি কার্যক্রম হাতে নিয়েছে৷ তারই একটি মিলন উৎসব বলে জানান প্রদেশ বিজেপি-র  সভাপতি রাজীব ভট্টাচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *