শ্রীনগর, ৫ জুন (হি. স.) : সোমবার শ্রীনগর শহরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ জানিয়েছে, ওই বক্তি রাঁচির (ঝাড়খণ্ড) অরুণ কুমার। রাজবাগ এলাকায় তাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অচেতন অবস্থায় পাওয়া অরুণ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইন অনুযায়ী তদন্ত শুরু পুলিশ।