স্ফুলিঙ্গ-৩৫৪/৪
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।।জীবনের সর্বোচ্চ রান। আর ওই রান করেই প্রথম দিনে চালকের আসনে স্ফুলিঙ্গকে রাখলেন কৌশল আচার্য। শুধু তাই নয়, মরশুমের দ্বিতীয় শতরান করে কৌশল বুঝিয়ে দিলেন এখনও ফুরিয়ে যায়নি সে। ত্রিপুরাকে আরও অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে ওর। জে সি লিগের প্রথম ম্যাচের প্রথম দিনেই ৪ উইকেট হারিয়ে ৩৫৪ রানের বিশাল স্কোর দঁাড় করিয়ে স্ফুলিঙ্গ বুঝিয়ে দিলো ত্রিমুকুট জয় করাই তাদের একমাত্র লক্ষ্য। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দিনে কার্যত দাপট দেখালেন স্ফুলিঙ্গের ব্যাটসম্যান-রা। ২২ গজে জে সি সি-র বোলারদের তেমন মাথাচাড়া দিয়ে উঠতে দেননি স্ফুলিঙ্গের ব্যাটসম্যান-রা। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরুতেই ওপেনার বিক্রম কুমার দাসকে (৫) হারানোর পর সম্রাট সূত্রধরের সঙ্গে রুখে দাড়ান দিনের নায়ক কৌশল আচার্য। দ্বিতীয় উইকেটে ওই জুটি যোগ করেন ৬০ রান। দুর্ভাগ্য সম্রাটের। দুরন্ত ব্যাট করলেও মাত্র ১ রানের জন্য অর্ধশতরান থেকে বঞ্চিত হয়েছেন। সম্রাট ৫৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন। সম্রাট আউট হতেই কৌশলকে সঙ্গ দেন উইকেটরক্ষক জয়দীপ বনিক। তৃতীয় উইকেটে ওই জুটি যোগ করেন ৮০ রান। জয়দীপ ৫৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করে আউট হতেই দিনের নায়কের সঙ্গে জুটি বঁাধেন বিক্রম দেবনাথ। শুরু হয় পাল্টা আঘাত। অনেকটা স্বাচ্ছন্দের সঙ্গে ব্যাট করে আসরের প্রথম ম্যাচেই শতরান করেন কৌশল। জীবনের প্রথম দ্বিশতরানের জন্য এগিয়ে চলছিলেন কৌশল তখনই তুষার সাহা-র বলে উইকেট রক্ষক নিরুপম সেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। আউট হওয়ার আগে ২০০ বল খেলে ১৬ টি বাউন্ডারি ও ১১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭১ রানের জমলে ইনিংস উপহার দেন ডানহাতি ব্যাটসম্যান কৌশল। চতুর্থ উইকেটে কৌশল এবং বিক্রম যোগ করেন ১৫৯ রান। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে স্ফুলিঙ্গ ৪ উইকেট হারিয়ে ৩৫৪ রান করেন। বিক্রম দেবনাথ ১৫৭ বল খেলে ১২ টি বাউন্ডারির সাহায্যে ৭২ রানে এবং সৌরভ দাস ৪৭ বল খেলে ১৩ রানে অপরাজিত রয়েছেন। জে সি সি-র পক্ষে শঙ্কর পাল (১/৪০), তুষার সাহা (১/৬৩) এবং ভিকি সাহা (১/৮৯) উইকেট পেয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনে স্ফুলিঙ্গের লক্ষ্য থাকবে স্কোরবোর্ডে ৪৫০ রানের গন্ডি পার করে জে সি সি-র উপর বাড়তি চাপ দেওয়া। প্রসঙ্গত: ৩ দিনের হবে ম্যাচটি।