ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ ক্লুজনার সকল কোচদের সঙ্গে মতবিনিময় আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।। ত্রিপুরা ক্রিকেটের হেড অফ দ্য কোচ। সাধারণ অর্থ কোচেদেরও প্রধান। দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কোচেরা ঠিক কেমন ভাবে শিক্ষার্থীদের কোচিং করাচ্ছেন তা পুঙ্খানুপুঙ্খ দেখছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত কিংবদন্তি ক্রিকেটার ল্যান্স ক্লূজনার। আগে তিনি একে একে প্রত্যেকের সঙ্গে কথা বলে নিতে চাইছেন। জেনে নিতে চাইছেন কোচিং সিডিউল এবং প্রশিক্ষণ করানোর নিজস্ব টেকনিক। আগামীকাল হয়তো দায়িত্বপ্রাপ্ত সকল কোচদের সঙ্গে একত্রে বসে মতবিনিময় করবেন। হেড অফ দ্য কোচ ল্যান্স ক্লুজনার আজ, সোমবার এমবিবি স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটারদের প্রশিক্ষণ শিবিরে দীর্ঘক্ষন পর্যবেক্ষণ করেন এবং কোচ শ্রাবণী দেবনাথ এর সঙ্গে কথোপকথনে বিস্তারিত জেনে নেন। প্রশংসা করেন শ্রাবণী দেবনাথ এর কোচিং টেকনিকের। শিক্ষার্থীদের অবস্থান দেখে এমনও মন্তব্য করেন যে যথোপযুক্ত তালিমের মধ্য দিয়ে তাদের থেকেই একদিন ভারতীয় দলের জার্সি গায়ে লাগানোর মতো ক্রিকেটার বেরিয়ে আসবেন। এমবিবি স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া ইউনাইটেড ফ্রেন্ডস বনাম কসমোপলিটনের তিনদিনের ম্যাচ বেশ কিছুক্ষণ উপভোগ করেন। পাশাপাশি নজর রাখেন বেটার্স, বোলার, উইকেট কিপার, ফিল্ডার প্রত্যেকের ক্রীড়া কৌশলের দিকে। ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটপ্রেমী প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন ল্যান্স ক্লুজনার ঠিক কিভাবে প্রশিক্ষণ পর্ব শুরু করেন তা দেখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *