ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।।সহজ জয়। রেক্স ক্লাবের। পরাজিত করলো চুং কাউ থাংগা ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে চুং কাউ থাংগা ক্লাবের গড়া ৯০ রানের জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রেক্স ক্লাব। বিজয়ী দলের রাহুল মুড়াসিং অর্ধশতরান করেন। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চুং কাউ থাংগা ক্লাব ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৯০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অমরজিৎ রিয়াং ৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং শিপঙ্কর রিয়াং ৩১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। রেক্স ক্লাবের পক্ষে সন্দীপ মুড়াসিং (৩/২১), সুবল মুড়াসিং (২/২), দলনায়ক কিষান মুড়াসিং (২/১৮) এবং রাহুল মুড়াসিং (২/২১) সফল বোলার। জবাবে খেলতে নেমে রেক্স ক্লাব ১২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রাহুল মুড়াসিং ৩৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ এবং অর্পন মুড়াসিং ২৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন।
2023-06-05