বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷৫ জুন বিশ্ব পরিবেশ দিবস৷ সোমবার রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদের উদ্যোগে ৫০ তম বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়৷ এই উপলক্ষ্যে সুকান্ত একাডেমিতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ এবছরের ভাবনা প্লাস্টিক দূষণের সমাধান৷ এই দূষণ একটা বড় চ্যালেঞ্জ৷ এককালীন ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে৷ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দুটি বিভাগে অনুষ্ঠিত হয় বসে আকো প্রতিযোগিতা৷ এছারা শ্রেষ্ঠ ইকো ক্লাব ও এন জি ও — কে পুরসৃকত করা হবে বলে জানান ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রন পর্ষদের মেম্বার সেক্রেটারি ডঃ বিশু কর্মকার৷ প্রধানমন্ত্রী মিশন লাইফের সূচনা করেছেন৷ এতে সাতটি বিষয় রয়েছে৷ সেগুলির উপর সকলকে সচেতন হতে আহ্বান জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *