এফএ কাপ জিতে স্বপ্নের ট্রেবলের পথে সিটি

লন্ডন, ৪ জুন (হি.স.) : ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডের মাথায় গিনদোয়ানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এরপর মাঠ জুড়ে খেলল দারুণ ফুটবল। অবশ্য পাল্টা আক্রমণে বেশ চ্যালেঞ্জ জানাল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। ২-১ গোলে দুর্দান্ত জয়ে এফএ কাপ উঁচিয়ে ধরল পেপ গুয়ার্দিওলার দল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে ২-১ গোলে জয়ে সিটির হয়ে জোড়া গোল করে তাদের জয়ের নায়ক হন গিনদোয়ান। মাঝে ইউনাইটেডের একমাত্র গোলটি করেছেন ব্রুনো ফের্নান্দেস।
এফএ কাপে এই নিয়ে সপ্তমবার চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি, ২০১৮-১৯ মরশুমের পর প্রথম। আগেই লিগ শিরোপা জয়ী সিটির পূর্ণ হলো ডাবল। সামনেই তাদের সামনে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি, ট্রেবল জিতে নতুন ইতিহাস গড়ারও।

উল্লেখ্য, এফএ কাপ ফাইনালে যে দ্রুততম(১৩ সেকেন্ড) গোলটি করেন গিনদোয়ান তা তিনি ভেঙে দেন ১৪ বছর আগের লুইস সাহার রেকর্ড। ২০০৯ এফএ কাপ ফাইনালে চেলসির বিপক্ষে ম্যাচ শুরুর ২৫ সেকেন্ডে গোলটি করেছিলেন এভারটনের ফরাসি স্ট্রাইকার। ম্যাচটি অবশ্য ২-১ ব্যবধানে হেরে যায় তাঁর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *