মালদা, ৩ জুন (হি. স.) : এখনো গ্রামজুড়ে উৎকণ্ঠা মালদার মালতিপুরে। বিধানসভা এলাকায় পাঁচ জন শ্রমিক চেন্নাই কাজে যাচ্ছিল। পথে উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত খবর। আরও একজন নিখোঁজ রয়েছে। বাকিরা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার রাত নটা গ্রামে খবর পৌঁছায় ট্রেন উল্টে গিয়েছে। সেই ট্রেনেই গ্রামের পাঁচ শ্রমিক চেন্নায় যাচ্ছিলেন কাজে। তাঁদের মধ্যে নাকি দুই জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাকিরা গুরুতর জখম।
খবর পৌঁছাতেই গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার ভোরে খবর আসে নিখোঁজ দুই জনের মধ্যে একজনের দেহ পাওয়া গিয়েছে। এমনকী পরিবারের লোকেদের মোবাইল ফোনের মাধ্যমে মৃতদেহের ছবি দেখানো হয়।
মৃত শ্রমিকের নাম মাশরেকুল। মালদহের মালতিপুরের ধানগাড়া পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। এই প্রথম প্রতিবেশিদের সঙ্গে ভিনরাজ্যে শ্রমিকের কাজের জন্য পাড়ি দিয়েছিলেন মাশরেকুল।
পরিবারের বড় ছেলে। সংসার তাঁর উপরে ভর করেই চলছিল। এতদিন গ্রামেই বিভিন্ন শ্রমিকের কাজ করে সংসার চলছিল। শ্রমিকের কাজ প্রতিদিন মিলছে না, রোজগার কম হচ্ছে। তাই ভিনরাজ্যে কাজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মালদহের মাশরেকুল।
দুই সন্তান স্ত্রী সহ বৃদ্ধ বাবা মাকে রেখে গ্রামের অনান্য শ্রমিকদের সঙ্গে চেন্নাই যাচ্ছিলেন শ্রমিকের কাজে। তবে কাজে যাওয়া হল না। করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত হল তাঁর। শুক্রবার রাতে দুর্ঘটনার খবর জানাজানি হতেই পরিবারের লোকের উৎকণ্ঠা শুরু হয়। ভোর নাগাদ মাশরেকুলের মৃত্যুর খবর আসে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শোকের ছায়া এলাকায়।
মৃতের মা হেরেনা বিবি বলেন, রাতে খবর পাই আমার ছেলেরা যে ট্রেনে যাচ্ছিল দুর্ঘটনার কবলে পড়েছে। তখন ছেলেকে খুঁজে পাচ্ছিল না। শনিবার সকাল নাগাদ খবর আসে ছেলে মারা গিয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে ছিল আমার ছেলে। বাড়িতে রয়েছে বাবা, মা, স্ত্রী এবং বছর ছয় এর ছেলে ও ১২ মাসের মেয়ে। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন মাশরেকুল। শনিবার সকাল থেকে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজনের ছুটে আসে তাঁর বাড়িতে। খবর পেয়ে ওই গ্রামে এদিন সকালেই ছুটে যান স্থানীয় বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি পরিবারের লোকের সঙ্গে কথা বলেন। এছাড়াও ওই গ্রামের জখম শ্রমিকদের পরিবারের সঙ্গেও কথা বলেন। তবে এখনো তাদের সঙ্গী আরো একজন নিখোঁজ রয়েছে।

