টিএসজেসি-র বার্ষিক সভা পুরস্কার বিতরণী ১৭ই

আগরতলা, ৩ জুন।। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা আগামী ১৭ জুন, শনিবার অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা বারোটায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে সভাপতির পৌরহিত্যে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল সাড়ে তিনটায় প্রেস ক্লাবের কনফারেন্স হলে-ই রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়, ভেটারেন খেলোয়াড়, লাইফটাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে। ক্লাবের সকল সদস্যদের দুটি অনুষ্ঠানেই যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য, সদস্যদের বকেয়া চাঁদা ইতোমধ্যে ক্লাব সম্পাদক অথবা কোষাধ্যক্ষের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সম্পাদক সুপ্রভাত দেবনাথ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।