নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): শনিবার, ৩ জুন প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাওয়ার কথা ছিল গোয়ার। কিন্তু, ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভারতের ১৯-তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন কবে হবে, তা আপাতত জানা যায়নি। শনিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদগাঁও রেলওয়ে স্টেশন থেকে গোয়ার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু, সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
গোয়ায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হলে গোয়া থেকে মুম্বই পৌঁছনো যাবে মাত্র সাড়ে সাত ঘন্টায়। এই রুটে বর্তমানের দ্রুততম ট্রেনের তুলনায় প্রায় এক ঘন্টা ভ্রমণের সময় বাঁচবে। এই ট্রেনটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং গোয়ার মাদগাঁও স্টেশনের মধ্যে চলবে।