কলকাতা, ৩ জুন (হি. স.) : বালেশ্বর জেলার বাহানাগা বাজার স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় শনিবার বিকাল সাড়ে চারটে পর্যন্ত, পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত ৩১ জন মৃতের খবর পাওয়া গেছে। তাঁদের চিহ্নিত করা হয়েছে। আহত ৫৪৪ জন। পশ্চিমবঙ্গের ২৫ জন ওডিশার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ১১ জন রয়েছেন পশ্চিমবঙ্গে।
নবান্ন থেকে জানানো হরেছে, এই সম্পর্কিত পরিস্থিতির ওপর নজর রাখতে মোট ৬ জন সিনিয়র আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ওড়িশার বালেশ্বরে ত্রাণ তৎপরতার সমন্বয় সাধনের জন্য ৪ জন সিনিয়র আইএএস অফিসারকে পাঠানো হয়েছে। মেদিনীপুরে নিযুক্ত করা হয়েছে ২ জন সিনিয়র আইএএস অফিসারকে।
বালেশ্বর থেকে ৭০০ জন যাত্রী নিয়ে একটি ট্রেন হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা শনিবার সন্ধ্যা ৬:৩০ টায়। চিকিৎসা সহ সমস্ত সুবিধা ও ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ও এসপি খড়্গপুর রেলস্টেশনে যাত্রীদের অবস্থা খতিয়ে দেখতে উপস্থিত থাকবেন।
এর আগে বেলা দেড়টায় ১৭ কামরার একটি ট্রেন (নং 12864 SMVT বেঙ্গালুরু -হাওড়া), হাওড়া স্টেশনে পৌঁছেছে। ট্রেনের ৬৩৫ যাত্রীর মধ্যে ৩৩ জনকে হাওড়া স্টেশনে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা এবং তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একজন যাত্রীকে বি আর সিং হাসপাতালে পাঠানো হয়।