ওড়িশা ট্রেন দুর্ঘটনায় দিনের মতো নবজোয়ার কর্মসূচি বাতিল করলেন অভিষেক

হাওড়া, ৩ জুন (হি. স.) : রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬১ জন। ৯০০-র বেশি যাত্রী আহত। ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শনিবারের মতো নিজের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’ স্থগিত রাখলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে হাওড়ায় ঢুকে প্রথম পদযাত্রাটি করেন তিনি।

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে দু’মাস ধরে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার তিনি প্রবেশ করেছেন হাওড়া জেলায়। এখানে বাগনান, শ্যামপুর-সহ একাধিক জায়গায় তাঁর কর্মসূচি করার কথা। তবে শুক্রবার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল দীর্ঘায়িত হওয়া এবং রাজ্যের যাত্রীদের সুরক্ষায় কথা ভেবে কর্মসূচি আজকের দিনের মতো স্থগিত রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার হাওড়ার বাগনানে লাইব্রেরি মোড় থেকে খালো কালীবাড়ি পর্যন্ত মিছিল করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে কালীবাড়িতে পুজোও দেন। ২ মিনিট নীরবতা পালন করেন ট্রেন দুর্ঘটনায় নিহতদের জন্য। এরপর তাঁর শ্যামপুরে বড় জনসভা হওয়ার কথা ছিল, রাতে অধিবেশন কর্মসূচিও ছিল। কিন্তু পরবর্তী কর্মসূচিগুলি বাতিল করেন। রবিবার ডোমজুড়ে নবজোয়ার কর্মসূচি রয়েছে তাঁর। তবে এই সূচিতে পরিবর্তন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *