ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুন।। আগরতলার মাটিতে পা রাখলেন বিশ্বখ্যাত ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। শুক্রবার থেকে বিমানে চড়া শুরু। ডারবান, দুবাই হয় দিল্লি ভায়া কলকাতা ভায়া এখন প্রিয় জুলু আগরতলায়। দীর্ঘ পথ ট্র্যাভেলিং করে স্বাভাবিকভাবেই ক্লান্ত ক্লূজনার আজ তেমন কিছুই বলেননি। যা বলবেন বা যে দায়িত্ব কাঁধে নেবেন সবই আগামীকাল সকাল দশটার পর। তবে এর আগে রাজ্যের কয়েকটা মাঠ বিশেষ করে এমবিবি স্টেডিয়াম, নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ড, নির্মিয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ইত্যাদি ঘুরে দেখবেন। অতঃপর টিসিএ-র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। প্রয়োজনীয় কথাবার্তা শেষে স্বাক্ষরের দিকে এগোবেন। ত্রিপুরার নতুন হেড অফ দ্য কোচ ল্যান্স ক্লুজনার দায়িত্ব নেবেন আগামীকাল। বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে, আগামীকাল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অনূর্ধ্ব ১৯ মহিলাদের জাতীয় ক্রিকেটের প্রস্তুতি শিবির দিয়েই রাজ্য ক্রিকেটের দায়িত্ব নেবেন ল্যান্স ক্লুজনার। এই শিবিরের জন্য ৪৭ জন মহিলা ক্রিকেটারকে ডাকা হয়েছে। উল্লেখ্য, ডারবান থেকে দুবাই হয়ে ল্যান্স ক্লুজনার কলকাতায় এক রাত্র কাটিয়ে ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশনের সহ-সভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ উনাকে নিয়ে এসেছেন আগরতলায়। বিকেলের বিমানে ক্লুজনার আগরতলায় পৌছুলে এমবিবি আন্তর্জাতিক এয়ারপোর্টে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। রাত্রি যাপনের জন্য অভিজাত হোটেলে উঠেছেন। আগামীকাল একাধিক মাঠ পরিদর্শনের পর আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা ক্রিকেটের সামগ্রিক কোচের দায়িত্বভার গ্রহণ করবেন। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কমিটির একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে। গত বছর জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে ত্রিপুরা দলে অন্তর্ভুক্ত করে চমক দেখানোর পর, বিদেশি কোচ ল্যান্স ক্লুজনারকে রাজ্য ক্রিকেটের হেড অফ দ্য কোচের দায়িত্ব অর্পণ একটি বিশাল বড় ভূমিকা। পরিসংখ্যানে ল্যান্স ক্লুজনারের পাশে সাফল্যের খতিয়ানে রয়েছে, ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে মোট ২২০ টি ম্যাচ অংশ গ্রহণ। সংগৃহীত রয়েছে ৫৪৮২ রান। ঝুলিতে উইকেট রয়েছে ২৭২ টি। উল্লেখ্য, ল্যান্স ক্লুজনার এই সিজনে ১০০ দিনের জন্য হেড অফ দ্য কোচের দায়িত্ব সামলানোর কথা রয়েছে।
2023-06-03