নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, ওডিশায় ট্রেন দুর্ঘটনা হৃদয় বিদারক। আমি ঈশ্বরের কাছে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি শোকবার্তায় জানিয়েছেন, ওডিশায় ট্রেন দুর্ঘটনা দুর্ভাগ্যজনক। আমরা রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলছি এবং অন্ধ্রপ্রদেশ থেকে নিহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি ঈশ্বরের কাছে শান্তি কামনা করছি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও দুঃখপ্রকাশ করেছেন।