ডিব্ৰুগড় (অসম), ৩ জুন (হি.স.) : ডিব্ৰুগড় শহরের মাইজান এলাকার পুরনো ডাম্পিং গ্ৰাউন্ডে জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির মৃতদেহ দেখে এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। মৃতদেহটি ডিব্ৰুজান রেললাইন এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সি লালজি শাহ বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, গত ১১ দিন থেকে ডিব্ৰুজান রেললাইন এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সি লালজি শাহ সন্ধানহীন ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে লালজি শাহ কী করে এখানে এলেন, এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, লালজি শাহকে খুন করে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। তবে তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।