জাতীয় পাওয়ার লিফটিং রাঁচিতে ২৩ সদস্যের রাজ্য দলের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুন।।রওয়ানা হলো ত্রিপুরার পাওয়ার লিফটার-‌রা। ঝাড়খন্ডের রাঁচির উদ্দেশ্যে। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সাবজুনিয়র এবং জুনিয়র পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। ৬-‌১১ জুন হবে আসর। তাতে অংশ নিতে শনিবার সকালের ট্রেণে রওয়ানা হলো ২৩ সদস্যের ত্রিপুরা দল। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী প্রতিটি খেলোয়াড়। রাজ্য পাওয়ার লিফটিং সংস্থার সচিব নারায়ন চন্দ্র দেবনাথ বিশ্বাস করে আসরে খেলোয়াড়দের সাফল্য পাওয়া নিয়ে।  ত্রিপুরা দল:‌ সাবজুনিয়র (‌বালক):‌ কিঙ্কর বরুয়া, ঋষি বিশ্বাস, রাম পাল, সুখরাম ধানুক, (‌বালিকা);‌ সঙ্গিতা চৌধুরি, বৃষ্টি উরিয়া, মৌসুমী দেবনাথ, শ্রেয়া আচার্য,স্মৃতি দাস। কোচ;‌ সঞ্জয় আচার্য, ম্যানেজার:‌ অনিন্দিতা দেবনাথ। জুনিয়র (‌বালক):‌ রজত কুমার দাস, বিশাল দাস, শায়ন রায়, অতনু মল্লিক,ড্যানিয়েল জমাতিয়া, অর্পন সূত্রধর, শুভ্রজিৎ দেবনাথ (‌বালিকা)‌:‌ রূমানা খাতুন, বিনীতা দে এবং অনুপ্রমা সাহা। ‌‌‌কোচ:‌ শম্ভুনাথ সাহা, ম্যানেজার:‌ অমরেশ দেববর্মা।  ‌