নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ আইজিএম হাসপাতাল চত্বরে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে৷ শুক্রবার বেসরকারি নিরাপত্তা কর্মীরা এক প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ আইজিএম হাসপাতালে রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রসূতি মা সহ বিভিন্ন রোগীদের চিকিৎসার জন্য নিয়ে আসেন৷ প্রতিদিন হাসপাতালের সেজারিয়ান রুমের পাশে অসংখ্য মানুষকে অপেক্ষমান অবস্থায় দেখা যায়৷ তাদের মধ্যে কারা রোগীর পার্টি আর কারা প্রতারক তা চিহ্ণিত করা রীতি মত কষ্টকর৷ প্রতারক চক্র নানা কৌশলে প্রতিদিন রোগী নিয়ে আসা অসহায় মানুষদের কাছ থেকে তাদের সরলতার সুযোগকে কাজে লাগিয়ে টাকা-পয়সা নিয়ে যাচ্ছে৷ এ ধরনের ঘটনা প্রায়ই বেসরকারি নিরাপত্তা কর্মীদের কাছে জানান রোগীর পরিবারের লোকজনরা৷ চোর ও প্রতারক চক্রকে আটক করার জন্য নিরাপত্তা কর্মীরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যায়৷ শুক্রবার বেসরকারি নিরাপত্তা কর্মীরা সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ বেসরকারি নিরাপত্তা কর্মীরা সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে সে জানায় প্রসূতি বিভাগে তার রোগী রয়েছে৷ কিন্তু খোঁজখবর করে তার দেওয়া নাম অনুসারে কোন রোগী পাওয়া যায়নি৷ তাতে নিরাপত্তা কর্মীদের সন্দেহ আরো বেড়ে যায়৷ তাকে আটক করা হলে বেশ কয়েকজন এসে অভিযোগ করেন তাদের কাছ থেকে নানা অছিলায় সে টাকা নিয়ে ফেরত দিচ্ছে না৷ শেষ পর্যন্ত তাকে পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পরপর এসব ঘটনায় রোগীর আত্মীয় পরিজনরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷
2023-06-02