BRAKING NEWS

দুর্ঘটনাস্থলে দ্রুত দল পাঠানো হচ্ছে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বহু ট্রেন বাতিল


কলকাতা, ২ জুন (হি স)। উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ঘটনাস্থলে ৫-৬ সদস্যের একটি দল পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার রাত ন’টা নাগাদ টুইটারে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্ঘটনার জন্য হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ওডিশাগামী ট্রেনও চালানো যাচ্ছে না।
দুর্ঘটনা প্রসঙ্গে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ থেকে যাত্রীবাহী করমন্ডেল এক্সপ্রেস আজ সন্ধ্যায় বালাসোরের কাছে দুর্ঘটনায় পড়ে। সেটির সঙ্গে একটি মালগাড়ির সংঘর্ষ হয়। ভিন রাজ্যে যাওয়ার পথে আমাদের কিছু লোক গুরুতরভাবে আহত হয়েছেন।

আমরা আমাদের জনগণের স্বার্থে ওডিশা সরকার এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সাথে সমন্বয় করছি। আমাদের জরুরী কন্ট্রোল রুমটি 033- 22143526/ 22535185 প্রবৃতি নম্বরের সাথে একযোগে সক্রিয় করা হয়েছে। উদ্ধার, পুনরুদ্ধার, সাহায্য এবং সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা শুরু হয়েছে।
আমরা ওডিশা সরকার এবং রেলওয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ঘটনাস্থলে ৫-৬ সদস্যের একটি দল পাঠাচ্ছি। আমি মুখ্য সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

প্রসঙ্গত, ওডিশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এর জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ওডিশাগামী ট্রেনও চালানো যাচ্ছে না।
শুক্রবার সন্ধ্যা নামার ঠিক আগে বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *