ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, সাম্বায় বিএসএফ-এর গুলিতে নিকেশ এক পাক অনুপ্রবেশকারী

জম্মু, ১ জুন (হি.স.): আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল একজন পাকিস্তানি অনুপ্রবেশকারী। কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গুলি করে ওই পাক অনুপ্রবেশকারীকে নিকেশ করেছে বিএসএফ। জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার ঘটনা।

বৃহস্পতিবার সকালে বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায়, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক অনুপ্রবেশকারী। আন্তর্জাতিক সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই বিএসএফ জওয়ানরা প্রথমে সতর্ক করেন ও তারপর গুলি চালান, পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।