‘সব জায়গায় যাব’ মহাকাল মন্দিরে যাওয়া নিয়ে নিন্দুকদের চুপ করালেন সারা আলি খান

নয়া দিল্লী ১ জুন,(হি.স.):হাকাল মন্দিরে পুজো দেওয়ায় মারাত্মক কটাক্ষের সম্মুখীন হতে হল নবাব-কন্যাকে। তবে কটুক্তি শুনে দমে যাওয়া তো দূর অস্ত, বরংপালটা জবাব দিয়ে নিন্দুকদের চুপ করালেন সইফ-অমৃতার কন্যা সারা আলি খান। নবাব-কন্যার কথায়, “সব জায়গায় যাব।… মানুষের সমালোচনায় আমার কিচ্ছু যায়-আসে না।”

বর্তমানে ‘জরা হাটকে জরা বাঁচকে’ সিনেমার প্রচারে ব্যস্ত অভিনেত্রী। তার ফাঁকেই সহ-অভিনেতা ভিকি কৌশলকে নিয়ে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে চলে যান সারা আলি খান। মন্ত্রোচ্চারণ করে পুজোও দেন। নেটদুনিয়ায় সেই ছবি পোস্ট করার পরই শোরগোল। চিরাচরিতভাবে অভিনেত্রীর দিকে ধেয়ে আসে কটাক্ষবাণ। নিন্দুকরা ফের প্রশ্ন তোলেন তাঁর ধর্মাচরণ নিয়ে। এবার এক প্রচারের অনুষ্ঠানেই সমালোচকদের একহাত নিলেন সারা।

মন্দির দর্শন প্রসঙ্গে প্রশ্ন করা হলে সারা্র সাফ মন্তব্য, “আমি আমার কাজ খুব গুরুত্ব সহকারে করি। আমি মানুষের জন্য, আপনাদের জন্য কাজ করি। আপনি যদি আমার কাজ পছন্দ না করেন তবে আমার খারাপ লাগবে। কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস, একান্তই আমার। যে ভক্তি নিয়ে আমি আজমেঢ় শরিফ যাব, ঠিক সেই একই ভক্তি সহকারে বাংলা সাহেব বা মহাকালে যাব। মন্দির পরিদর্শন আমি চালিয়েই যাব। মানুষের যা ইচ্ছে বলতে পারে, আমার কোনও সমস্যা নেই। ধর্মীয়স্থানের আবহের উপর বিশ্বাসী। সেই শক্তিতে বিশ্বাস করি।”

প্রসঙ্গত, সারা নবাব পরিবারের পাশাপাশি অভিনেত্রী অমৃতা সিঙয়ের কন্যা। তিনি গণেশ চতুর্থী থেকে দিওয়ালি, শিবরাত্রি.. সব উৎসবেই শামিল হন । কাশীর বিশ্বনাথ, অসমে কামাখ্যা থেকে কেদারনাথ, উজ্জিয়িনীর মহাকালেশ্বর মন্দির একাধিক তীর্থক্ষেত্র এইবয়সেই ঢুঁ মেরে এসেছেন। কখনও আরেক বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে সঙ্গী হিসেবে পেয়েছেন, আবার কখনও বা মা অমৃতা সিংকে নিয়ে গিয়েছেন পুজো দিতে। আবার কোনওসময়ে শুটিং করতে গিয়ে একাই পুজো দিয়ে এসেছেন পূন্যপীঠে। এর আগেও একাধিকবার এসবের জন্য সমালোচনার শিকার হতে হয়েছিল সারা আলি খানকে। এবার এককথাতেই নিন্দুকদের চুপ করালেন সইফ-কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *