ধর্মনগরে বন্যা মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, মে৷৷  বৃহস্পতিবার বন্যা মোকাবিলার উপর এক দিবসীয় মহড়া অনুষ্ঠিত হয় ধর্মনগরে৷ বৃহস্পতিবার বন্যা মোকাবিলার উপর মহকুমা প্রশাসনের উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হল এক দিবসীয় মহড়া৷এদিন ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের সুইমিংপুলে মহড়াটি অনুষ্ঠিত হয়৷ পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের চিকিৎসার জন্য ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে গড়ে তোলা হয় অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র৷ এদিন  মহড়াতে মোট নয়টি দল অংশগ্রহণ করে ,যার মধ্যে রয়েছে সিভিল ডিফেন্স,টিএসআর,ফায়ার সার্ভিস,স্বাস্থ্য দপ্তর ও বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন সামাজিক সংস্থা৷  মহড়া সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে ডিসিএম তথা মহড়ার আই.সি.পি অমর চাঁদ বিশ্বাস বলেন,ধর্মনগর মহকুমায় বর্ষাকালীন সময়ে প্রবল বৃষ্টির ফলে বন্যা কবলিত এলাকাগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়৷যার ফলে প্রাণহানির মত ঘটনাও ঘটে থাকে৷ তাই সে সকল ঘটনা থেকে পরিত্রান পেতে মহকুমা প্রশাসনের উদ্যোগে বন্যা মোকাবিলার উপর আগাম এই মহড়ার আয়োজন করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *