কলকাতা, ১ জুন (হি. স.) : প্রেসিডেন্সি স্নাতক স্তরে ভর্তির তালিকা প্রসঙ্গে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় পরিমার্জনের আবেদন করলেন তিনি।
স্কুলশেষের সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা জ্ঞাপনের এক সভায় এদিন তিনি বলেন, “একজন ছাত্র অভিযোগ করেছেন তাঁদের ফলাফল বার হওয়ার আগে প্রেসিডেন্সি ভর্তির জন্য তালিকা দিয়েছে। উচ্চ মাধ্যমিকের ফলের চেয়ে অন্য বোর্ডের ফলাফল আগে বেরিয়েছে। উত্তীর্ণ সকলেই যাতে ভর্তির আবেদন করার সুযোগ যাতে পায় তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ওদের আরও একবার তালিকা বার করতে বলতে হবে।”
তিনি বলেন যে, “অনেকেই বাংলাকে খাটো করে দেখেন৷ তবে তাঁরা মাথায় রাখবেন যে, বাংলার ছাত্রছাত্রীরা সব বিষয়ে উজ্জ্বল। বাংলার ছাত্রছাত্রীরাই আগামী দিনে বিশ্বের গৌরব৷
পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এদিন কৃতীদের তিনি অভিনন্দন জানান। পাশাপাশি তাঁদের স্কুল, শিক্ষক-শিক্ষিকা, পরিবার, বাবা-মাকেও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।