হাইলাকান্দি (অসম), ১ জুন (হি.স.) : সরকারি চাকরির দালালি করার অভিযোগে হাইলাকান্দিতে গ্রেফতার করা হয়েছে কথিত বিজেপি নেতাকে। গ্রেফতার বিজেপি নেতার নাম আনসারুল হক চৌধুরী। তার বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নামে বেকারদের কাছ থেকে মোটা আঙ্কের টাকা সংগ্ৰহ করার অভিযোগ ছিল।
আনসারুল হক চৌধুরী বিজেপির সংখ্যালঘু মোৰ্চার প্রদেশ কাৰ্যনিবাহী সদস্য। হাইলাকান্দি জেলার কাটলিছড়া থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে কাটলিছড়া থানার পুলিশ।
উল্লেখ্য, এআইইউডিএফ-প্ৰধান বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে অসাংবিধানিক মন্তব্য করার জন্যও আনসারুল হকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত রয়েছে লালা থানায়।