নয়াদিল্লি, ৩১ মে (হি.স.) : ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীরদের চলমান বিক্ষোভ নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার মুজফফরনগরের সোরাম গ্রামে একটি ‘মহাপঞ্চায়েত’ অনুষ্ঠিত হবে। এমনটাই জানিয়েছেন কৃষক নেতা নরেশ টিকাইত। তিনি জানান, মহাপঞ্চায়েতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
দেশের হয়ে জেতা সমস্ত পদক গঙ্গায় বিসর্জন দিতে গিয়েও মঙ্গলবার বিসর্জন দেননি বিক্ষোভরত কুস্তিগিরেরা। কৃষক নেতাদের পরামর্শে ফিরে আসেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকেরা। নিজেদের পদক কৃষকনেতাদের হাতে দেন তাঁরা। মঙ্গলবার বিকালে দিল্লি থেকে হরিদ্বারে যান বজরং, সাক্ষী, বিনেশরা। হর কি পৌড়ী ঘাটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সাক্ষী, বিনেশরা। সাক্ষীদের সঙ্গে ছিলেন পরিবারের লোকেরা। স্থানীয় অনেক মানুষ ভিড় করেন সেখানে। কুস্তিগিরদের সমর্থনে স্লোগান দেন সাধারণ মানুষ।
অনেকে আবার কুস্তিগিরদের কাছে আবেদন করেন, তাঁরা যেন পদক বিসর্জন না দেন। ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতেও স্লোগান ওঠে সেখানে। তার মাঝেই সেখানে উপস্থিত হন কৃষক নেতারা। তাঁরা গিয়ে বজরংদের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা বলেন। কুস্তিগিরদের কাছ থেকে পদকগুলি চেয়ে নেন তাঁরা।

