মোরে (মণিপুর), ৩১ মে (হি.স.) : সংঘর্ষ-পীড়িত মণিপুরের মোরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিদর্শন করেছেন সংঘর্ষস্থল এবং অগ্নিদগ্ধ বাড়িঘর। এখান থেকে তিনি গিয়েছেন হিংসায় ক্ষতিগ্রস্ত ভারত-মায়ানমার সীমান্তবর্তী তেংনুপাল জেলার কাংপোকপি শহরে।
আজ বুধবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং কেন্দ্র ও রাজ্যের সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে মোরে জেলায় এসেছেনকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে এসে চলমান হিংসাজর্জর এলাকার গ্রাউন্ড সিটুয়েশনের (স্থল পরিস্থিতি) মূল্যায়ন করেছেন তিনি। সংঘর্ষ-পীড়িত বেশ কয়েকটি এলাকায় গিয়ে পুড়ে যাওয়া বাড়িঘর দেখেছেন। কথা বলেছেন ভুক্তভোগী নাগরিকদের সঙ্গে।
স্থল পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি মোরে জেলার কুকি নাগরিক সমাজ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠকে মিলিত হয়েছেন। স্থানীয় ভুক্তভোগী মানুষ, নাগরিক সমাজ এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে রাজ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।
মোরে জেলা পরিদর্শন করে সবচেয়ে বেশি হিংসাজর্জর অঞ্চল ভারত-মায়ানমার সীমান্ত শহর কাংপোকপিতে গিয়েছেন। কাংপোকপিতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নিরাপত্তা সম্পর্কিত পর্যালোচনা বৈঠকে বসেছেন, জানা গেছে সরকারি সূত্রে।
এখানে উল্লেখ করা যেতে পারে, চারদিনের সফরসূচি নিয়ে গত সোমবার ২৯ মে রাত ৯:২০ মিনিটে ইমফলে এসে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপায় বের করতে দফায় দফায় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ সাধারণ ও পুলিশ প্রশাসন, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক নেতা নাগরিক সমাজ এবং মহিলা সুশীল সমাজ ‘ইমা’-দের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী কাল ১ জুন পর্যন্ত মণিপুরে থাকবেন তিনি।