আমরা সবাই খেলাধুলা ও ক্রীড়াবিদদের পক্ষে : অনুরাগ সিং ঠাকুর

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.) : দিল্লি পুলিশের তদন্তের ওপর আস্থা রাখা উচিত কুস্তিগীরদের। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আমরা সবাই খেলাধুলা ও ক্রীড়াবিদদের পক্ষে। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন কুস্তিগিরেরা।

ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে দীর্ঘ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন তাঁরা। কেন্দ্র সরকার ও রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “দিল্লি পুলিশ নিজেদের তদন্ত শেষ করা অবধি অপেক্ষা করা উচিত কুস্তিগীরদের। খেলাধুলা অথবা উচ্চাকাঙ্ক্ষী কুস্তিগীরদের ক্ষতি করতে পারে এমন কোনও পদক্ষেপ না নেওয়া উচিত। আমরা সবাই খেলাধুলা ও ক্রীড়াবিদদের পক্ষে।”