টায়ার ফেটে গাছে ধাক্কা গাড়ির; তারপর আগুন, মধ্যপ্রদেশে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

হারদা, ৩১ মে (হি.স.): মধ্যপ্রদেশের হারদা জেলায় গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের ৪ জন সদস্যের। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন মহিলা। টায়ার ফেটে যাওয়ার পর তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে, এরপর সেই গাড়িতে আগুন ধরে যায়। বুধবার সকাল সাতটা নাগাদ দুর্ঘটানটি ঘটেছে নাউসার গ্রামের কাছে।

তিমার্নি থানার ইনচার্জ সুশীল প্যাটেল জানিয়েছেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দীপগাঁও থেকে নিজেদের গ্রাম ভারকালা ফিরছিলেন সকলে। সেই সময় গাড়ির একটি টায়ার ফেটে যাওয়ার পর গাড়িটি একটি গাছে ধাক্কা মারে, তৎক্ষণাৎ গাড়িতে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা গাড়িটিকে গ্রাস করে এবং আরোহীরা গাড়ির ভিতরে আটকে পড়েন এবং মারা যান।