ছাঁটাই হচ্ছেন আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৭৭১ জন কর্মচারী কেন নিয়ম লঙ্ঘন, কারণ দর্শানোর নোটিশ যাবে এএসটিসি-র তৎকালীন এমডির কাছে

গুয়াহাটি, ৩১ মে (হি.স.) : ছাঁটাই করা হবে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এএসটিসি)-এ অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৭৭১ জন কর্মচারীকে।

সরকারি সূত্রে জানা গেছে, আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বিভিন্ন বিভাগে সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৭৭১ জন কর্মচারীকে খুব শীঘ্রই ছাঁটাই করবে রাজ্য সরকার। সূত্রের খবর এএসটিসি-তে কর্মরত ওই সব কর্মচারীকে আইপিএস আনন্দপ্রকাশ তিওয়ারি এবং খগেন্দ্রনাথ চেতিয়া যখন ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তখন যথাযথ পদ্ধতি লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছিল।

সূত্রের নিশ্চিত খবর, সরকার ইতিমধ্যে ওই ৭৭১ জন কর্মচারীকে ছাঁটাই করার নির্দেশ দিয়েছে। সে মোতাবেক সরকারি নোটিশ খুব শীঘ্রই সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে।

নোটিশে নাকি আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক ২,২৭৪ জন কর্মচারীকে রিজার্ভেশন পদ্ধতিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নিয়োগ করা হয়েছিল। কোনও ইন্টারভিউ নেওয়া হয়নি নিয়োগপ্রাপ্তদের। এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, তদন্তে যদি ঘটনার সত্যতা পাওয়া যায়, তা-হলে সরকারি নিয়ম লঙ্ঘনের দায়ে এএসটিসি-র তৎকালীন ম্যানেজিং ডিরেক্টরকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে। এর পর সরকারের বিভাগীয় নিয়ম অনুয়ায়ী সংশ্লিষ্ট আদিকারিকের বিরুদ্ধে প্রক্রিয়া শুরু করা হবে, বলা হয়েছে নির্দেশিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *