নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র বিরুদ্ধে আবারও বড়সড় অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার সকাল থেকে দেশের তিনটি রাজ্যের প্রায় ২৫টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন এনআইএ-এর তদন্তকারী অফিসাররা। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ফুলওয়ারিশরিফ মামলায় কর্ণাটক, কেরল ও বিহারের প্রায় ২৫টি ঠিকানায় তল্লাশি অভিযান চলছে।
এনআইএ সূত্রের খবর, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ফুলওয়ারিশরিফ মামলায় কর্ণাটক, কেরল ও বিহারের প্রায় ২৫টি ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিহারের কাটিহার জেলায় এদিন সকালে তল্লাশি অভিযান এনআইএ গোয়েন্দারা। সবমিলিয়ে প্রায় ২৫টি ঠিকানায় চলছে তল্লাশি অভিযান।

