৫ ও ৭ জুন নয়, রাজ্যের স্কুলগুলোর গরমের ছুটির মেয়াদ বাড়ল আরও ১০ দিন

কলকাতা, ৩১ মে (হি.স.) : ৫ ও ৭ জুন নয়, রাজ্যের স্কুলগুলির গরমের ছুটির মেয়াদ বাড়ল আরও ১০ দিন। ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল, আগামী ৫ জুন থেকে খুলে যাচ্ছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি। ৭ জুন থেকে প্রাথমিক স্কুলগুলিও খোলার ঘোষণা করা হয়। তবে বুধবার রাজ্যের তরফে গরমের ছুটি আরও ১০ দিন বাড়িয়ে দেওয়া হল। সমস্ত সরকারি স্কুল খুলবে আগামী ১৫ জুন।

গত ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল। পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। তার পর ৫ তারিখ থেকে স্কুল খোলা হবে কি না, সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চাওয়া হয়েছিল। এর পরেই বিজ্ঞপ্তি দিয়ে ৫ জুন থেকে স্কুল খোলার কথা জানানো হয়। কিন্তু বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এখনই গরমের ছুটি শেষ হচ্ছে না। পাশাপাশি গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য গত ২ মে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল। এবার আগামী ৫ জুন স্কুলগুলি খোলার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। ৫ জুন থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলি খোলার কথা বলা হয়েছিল। প্রাথমিক স্কুলগুলি খোলার কথা বলা হয়েছিল আগামী ৭ জুন থেকে। কিন্তু সেই নির্দেশিকা বাতিল করে বুধবার মুখ্যমন্ত্রী নতুন করে গরমের ছুটি বাড়ানোর কথা জানিয়ে দিলেন।