কলকাতা, ৩১ মে (হি. স.) : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই ফের পশ্চিমবঙ্গে মোদী-শাহ-নাড্ডা। জুনে রাজ্যে আসছেন তাঁরা। সূত্রের খবর, রাজ্যে মোট ৩ জায়গায় সভা করবেন।
বুধবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, “উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ৩ জায়গায় সভা করবেন মোদী-শাহ-নাড্ডা। কবে কোথায় কোথায় সভা এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার থেকে শুরু বিজেপির ‘মহা জনসম্পর্ক অভিযান’। ৩০ জুন পর্যন্ত চলবে বিজেপির এই অভিযান।। ২০ জুন থেকে ১০দিন ধরে হবে বিজেপি-র ‘গৃহসম্পর্ক অভিযান’।
তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগকে অস্ত্র করে ময়দানে নামছে তারা। বৃহস্পতিবার থেকে ৩০ জুন পর্যন্ত চলবে বিজেপির মহা জনসম্পর্ক অভিযান। ২০ জুন থেকে ১০দিন বিজেপির গৃহসম্পর্ক অভিযান।