গোরখপুর, ৩১ মে (হি. স.) : উত্তর প্রদেশের ঝাংগা এলাকার বৈজুডিহা গ্রামে মঙ্গলবার রাতে বিয়ের অনুষ্ঠানে তুমুল মারামারি হয়। ঘটনায় মৃত্যু হয়েছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন একজন মহিলা ।তার চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। খাবার খাওয়া নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিবাদ চলাকালীন বাড়িটির ৬৫ বছর বয়সী গেনা গুপ্তা গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসএইচও গৌরব রায় কনৌজিয়া বলেন, বিষয়টি পুলিশের নজরে রয়েছে এবং তদন্ত চলছে।