নদিয়া, ৩০ মে (হি. স.) : পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপত হয়ে উঠল দিয়ার ধানতলা থানা এলাকার কুলগাছি গ্রামে। পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন বলে খবর । যদিও পুলিশ মৃত্যুর ঘটনা স্বীকার করেনি । মঙ্গলবার ভোররাতের এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। যার জেরে দুই পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী নেমেছে।
জানা গিয়েছে, নদিয়ার ধানতলার কুলগাছি এলাকায় ভোররাতে হানা দেয় পুলিশ বাহিনী। সেখানে অভিযান চলাকালীন পুলিশের গাড়ির চাকায় তিনজন পিষ্ট হয় বলে খবর। তাঁদের মধ্যে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে ফুঁসে ওঠে গ্রাম। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এমনকী, পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। সবমিলিয়ে কুলগাছি গ্রামে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
পুলিশ সূত্রে দাবি, গরুচোর সন্দেহে গণপিটুনির অভিযোগ পেয়ে গ্রামে হানা দিয়েছিল পুলিশ। তাঁদের দাবি, অন্ধকারে গ্রাম ছেড়ে দ্রুতগতিতে বেরনোর সময় য় গাড়িতে দুজনের ধাক্কা লাগে। তাঁরা আহত হয়েছেন। যদিও মৃত্যুর কথা স্বীকার করেনি পুলিশ। সবমিলিয়ে উত্তপ্ত নদিয়ার কুলগাছি গ্রাম। এলাকায় র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে।