মুম্বই, ৩০ মে (হি.স.) : মহারাষ্ট্রের কৃষকদের স্বার্থে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শিন্ডে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের মতোই মহারাষ্ট্র সরকারও মহারাষ্ট্রের কৃষকদের আর্থিক সাহায্য করবে। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যের অন্নদাতাদের দেওয়া হবে বার্ষিক ৬ হাজার টাকা।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এদিন জানিয়েছেন, আজ মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, এবং একই সিদ্ধান্ত রাজ্যের দ্বারা নেওয়া হয়েছে যাতে রাজ্যের কৃষকদের ৬০০০ টাকা দেওয়া হবে।