নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): ভারতের নতুন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হলেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। রাষ্ট্রপতি ভবনে সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার পদে প্রবীণ কুমার শ্রীবাস্তবকে শপথ বাক্য পাঠ করান। রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ।
প্রবীণ কুমার শ্রীবাস্তব হলেন অসম-মেঘালয় ক্যাডারের ১৯৮৮-ব্যাচের অবসরপ্রাপ্ত ভারতীয় প্রশাসনিক পরিষেবা অফিসার। সোমবার শপথগ্রহণের পর কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হলেন তিনি।