প্রধানমন্ত্রীর হাতে চালু উত্তরপূর্বের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস

গুয়াহাটি, ২৯ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে চালু হয়েছে উত্তরপূর্বের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। আজ বেলা ১২টা দশ মিনিটে নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে গুয়াহাটি-নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রারম্ভ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়া এদিন প্রধানমন্ত্রী নতুন করে ১৮২ কিলমিটার বৈদ্যুতিকীকরণ সেকশন জাতির উদ্দেশ্যে উৎসর্গের পাশাপাশি অসমের লামডিঙে নবনির্মিত ডেমু ও মেমু শেডেরও উদ্বোধন করেছেন।

গুয়াহাটি রেলস্টেশনে অন্যান্য বহুজনের সঙ্গে ছিলেন অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী অসমের সাংসদ সর্বানন্দ সনোয়াল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গের সাংসদ নিশীথ প্রামাণিক প্রমুখ।