কেন্দ্রের বিরুদ্ধে তোপ অখিলেশের, বললেন এই সরকার এখন ১০ নম্বরী

লখনউ, ২৯ মে (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোমবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেছেন, “এখন সরকার (কেন্দ্র) ১০ বছর পূর্ণ করেছে, এই সরকার ‘১০ নম্বরী’ হয়ে গিয়েছে।”

রবিবার দিল্লিতে ধর্নারত কুস্তিগীরদের আটকে রাখার বিষয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “যখন তাঁদের (বিজেপি) ভোটের প্রয়োজন ছিল, তাঁরা ‘বেটি বাঁচাও’ (বেটি বাঁচাও বেটি পড়াও) এনেছিল, এখন তাঁরা দেশের মেয়েদের অপমান করছে।”