কলকাতা, ২৯ মে (হি. স.) : বীরবাহা হাঁসদার গাড়ী ভেঙে মমতা ব্যানার্জি বলছেন, আদিবাসী মেয়ে। দ্রৌপদী মুর্মু যখন রাষ্ট্রপতি ভোটে দাঁড়িয়ে ছিলেন, তখন কেন ভোট বয়কট করেছিলেন? তখন উনি আদিবাসী ছিলেন না?
সোমবার নিউ টাউনে প্রাতভ্রমণের সময় প্রতিক্রিয়ায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি প্রশ্ন করেন, “গাড়ী ভেঙেছে? কে দেখেছে? কারা ভেঙেছে? এতগুলো মিডিয়া। কারুর ক্যামেরায় গাড়ী ভাঙার ছবি দেখা গেল না? সব নাটক।”
দিলীপবাবু বলেন, “অভিষেককে নেতা করার জন্য ইচ্ছা করে গাড়ী ভেঙে এইসব নাটক করা হচ্ছে। এভাবে কেউ নেতা হতে পারে না।” নব জোয়ারের পাল্টা বিজেপির জন সংযোগ অভিযান করা হবে জানিয়ে দিলীপবাবু বলেন, “ওটা নব জোয়ার নয়। বিক্ষোভ জোয়ার। ধর্না জোয়ার। আমরা মোদী সরকারের ৯ বছরের সাফল্যের খতিয়ান নিয়ে মানুষের কাছে যাবো। আগামি দিনে আমরা কেমন ভারত গড়তে চাই, সেটাও মানুষকে বলব।”